
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের ডিফেন্ডার এবং লিভারপুল তারকা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন চলতি মরশুমের শেষে তিনি ক্লাব ছাড়ছেন। এই খবর সামনে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকরা।
মাত্র ছ’বছর বয়সে লিভারপুল অ্যাকাডেমিতে যোগ দেওয়া ট্রেন্ট এক আবেগঘন বার্তার মাধ্যমে নিজের সিদ্ধান্ত প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এই ক্লাবই আমার জীবন – আমার জগৎ – গত ২০ বছর ধরে। এখানে যে ভালবাসা ও সমর্থন পেয়েছি, তা আজীবন আমার সঙ্গে থাকবে। আমি সবার কাছে চিরঋণী। এই সিদ্ধান্ত নেওয়াটা জীবনের সবচেয়ে কঠিন বিষয় ছিল’।
২৬ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার ক্লাবের সঙ্গে নতুন করে আর চুক্তি করেননি। ফ্রি ট্রান্সফারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে, রিয়ালের সঙ্গে ছ’বছরের একটি চুক্তি ইতিমধ্যেই প্রস্তুত।
লিভারপুলের হয়ে ৩৫২টি ম্যাচ খেলে ট্রেন্ট জিতেছেন আটটি বড় ট্রফি, যার মধ্যে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ। তবে ট্রেন্টের বিদায় বার্তার পরে লিভারপুল সমর্থকদের একাংশ রীতিমত ক্ষিপ্ত হয়ে উঠেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক সমর্থক ট্রেন্টের ৬৬ নম্বর জার্সি আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। লিভারপুল ক্লাব অবশ্য এক সরকারি বিবৃতিতে ট্রেন্টের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘অ্যালেকজান্ডার-আর্নল্ড আমাদের ক্লাবের ইতিহাসে সাফল্যময় এক অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর অবদান আমরা চিরকাল মনে রাখব এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই’।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের